ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেত্রকোণায় আড়াই মেট্রিক টন চিনি জব্দ

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ২৯ অক্টোবর ২০২৪   আপডেট: ১৬:০১, ২৯ অক্টোবর ২০২৪
নেত্রকোণায় আড়াই মেট্রিক টন চিনি জব্দ

নেত্রকোণার পূর্বধলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে একটি গুদাম থেকে আড়াই মেট্রিক টন ভারতীয় চিনি জব্দ করেছে। সোমবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার জারিয়া বাজার এলাকার আব্দুল মজিদের গুদাম থেকে চিনি জব্দ হয়।

সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোণা অস্থায়ী ক্যাম্পের মেজর জিসানুল হায়দার জানান, গোপন সংবাদের ভিত্তিতে  যৌথবাহিনী অভিযান চালায়। এসময় চোরাচালানের মাধ্যমে আসা ভারতীয় ২ হাজার ৫০০ কেজি চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

আরো পড়ুন:

তিনি আরো জানান, নাটোরকোণা গ্রামের মৃত আফসর আলীর ছেলে মো. স্বপন এই চিনি গুদামে মজুত করেছিলেন বলে জানা গেছে। চিনি বর্তমানে পূর্বধলা থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।

সোহেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়