ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

বাহুবলে ৯০০ বস্তা ভারতীয় চিনি জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ১ নভেম্বর ২০২৪  
বাহুবলে ৯০০ বস্তা ভারতীয় চিনি জব্দ

হবিগঞ্জের বাহুবলের মিরপুর বাজার থেকে ৯০০ বস্তা ভারতীয় চিনি ও ৬০ বস্তা জিরা জব্দ করেছে সেনাবাহিনী। এসময় আটক হয়েছেন দুই জন।

শুক্রবার (১ নভেম্বর) আটককৃতদের থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান এতথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কাজিরখিল এলাকার বিপুল পাল (২৮) ও বাহুবল উপজেলার চারগাঁও এলাকার মো. মোজাম্মেল (১৮)।  

আরো পড়ুন:

জানা গেছে, সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ৩৬০ ইনফিনিটি ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট বাহুবল উপজেলার মিরপুর বাজারে অভিযান চালায়। এই বাজারের ব্যবসায়ী রহমত আলীর বাসার নিচের গোডাউন তল্লাশি করে তারা ৫১৩ বস্তা ভারতীয় চিনি এবং ৬০ কেজি জিরা উদ্ধার করে। এছাড়া, তারা অপর একটি স্থান থেকে ৩৮৭ বস্তা চিনি জব্দ করে। এসময় নগদ ১৬ লাখ ৫ হাজার ৪৮৫ টাকা এবং একটি টাকা গোনার মেশিন পাওয়া যায়।

মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়