ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হত্যাকারীরা কীভাবে পালিয়ে গেলো দেশবাসী জানতে চায়: রেজাউল করীম

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ১ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:১৯, ১ নভেম্বর ২০২৪
হত্যাকারীরা কীভাবে পালিয়ে গেলো দেশবাসী জানতে চায়: রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‌‘ছাত্র-জনতার গণবিপ্লবে যারা গণহত্যা চালিয়ে অসংখ্য মায়ের বুক খালি করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হত্যাকারীরা কীভাবে পালিয়ে গেলো দেশবাসী তা জানতে চায়।

শুক্রবার (১নভেম্বর) বিকেল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখা আয়োজিত গণসমাবেশে একথা বলেন তিনি। নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘টাকা লুটকারী দুর্নীতিবাজদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্তসহ নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।’

 ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ খায়রুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহম্মাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো. জান্নাতুল ইসলাম প্রমুখ।

শরিফুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়