ঢাকা     শনিবার   ০৮ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় ১১ মামলার আসামি পঙ্গু রাসেল খুন

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ৩ নভেম্বর ২০২৪   আপডেট: ১১:৫৬, ৩ নভেম্বর ২০২৪
খুলনায় ১১ মামলার আসামি পঙ্গু রাসেল খুন

খুলনা মহানগরীতে দুর্বৃত্তের হামলায় গুলি ও চাপাতির কোপের আঘাতে রাসেল ওরফে পঙ্গু রাসেল (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। 

শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত ২ টার দিকে মহানগরীর শেরেবাংলা রোডের আলকাতরা মিলের পাশে গলির প্রবেশপথে দুর্বৃত্তরা রাসেলকে গুলি করে ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে।

নিহত রাসেল মহানগরীর শেরেবাংলা রোডের আমতলার মোড়ের আব্দুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে এসে পঙ্গু রাসেলের বুকের পাশে ২টি গুলি করে এবং দুই পায়ের হাঁটুর নিচে কুপিয়ে জখম করে। এ সময় তার সাথে থাকা মো. সজিব (২৫) ও মোহাম্মদ ইয়াসিন (২৬) নামে আরও দুজন গুরুতর আহত হন।

আহত সজিব খুলনা সদর হাসপাতাল এলাকার হুমায়ুন কবিরের ছেলে ও  মোহাম্মদ ইয়াসিন শেরেবাংলা রোড আমতলার মোড়ের মো. হান্নান শেখের ছেলে।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পঙ্গু রাসেলকে মৃত ঘোষণা করেন। আহতরা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পঙ্গু রাসেলের নামে মাদক, ডাকাতি অস্ত্র ও মাদকসহ ১১ টি মামলা রয়েছে। রাত ২টার দিকে পঙ্গু রাসেল মারা যান।

নুরুজ্জামান/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়