ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৬ পরিবার পেলো ছাগল, ল্যাট্রিন ও নলকূপ

খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ৯ নভেম্বর ২০২৪   আপডেট: ১৩:৪০, ৯ নভেম্বর ২০২৪
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৬ পরিবার পেলো ছাগল, ল্যাট্রিন ও নলকূপ

খাগড়াছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা কাবিদাং এর উদ্যোগে বিগত বন্যায় অতি-ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল, ল্যাট্রিন ও অগভীর নলকূপ বিতরণ করা হয়েছে। এতে অর্থায়ন করেছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন। 

শনিবার (৯ নভেম্বর) সকালে খাগড়াছড়ি মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বেসরকারি উন্নয়ন সংস্থা কাবিদাং এর চেয়ারপার্সন সাংবাদিক চিংমেপ্রু মারমা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়। অনুষ্ঠানে খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় বিগত বন্যায় অতি-ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারের মাঝে বিনামূল্যে ২টি করে ৩২টি ছাগল, ২টি ল্যাট্রিন ও ২টি অগভীর নলকূপ বিতরণ করা হয়।

রূপায়ন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়