ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

চকরিয়ায় জাতীয় উদ্যানের লেক থেকে মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ১০ নভেম্বর ২০২৪  
চকরিয়ায় জাতীয় উদ্যানের লেক থেকে মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের লেক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার হয় বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া।

মারা যাওয়া ব্যক্তির নাম ও পরিচয় নিশ্চিত না হওয়া গেলেও তার বয়স আনুমানিক ৭০ বছর বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন:

ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, ‘বিকেলে চকরিয়ার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের গহীনে হাতির ডেরা নামক এলাকায় লেকের পানিতে স্থানীয় রাখালরা এক ব্যক্তির মরদেহ দেখতে পান। তারা বিষয়টি বনবিভাগের লোকজনকে জানায়। বনবিভাগের সংশ্লিষ্টরা বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লেক থেকে ভাসমান অবস্থায় মরদেটি উদ্ধার করে। মৃতের বুকে চাপা আঘাতের চিহ্ন রয়েছে। শরীর ফুলে যাওয়ায় ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে তার মৃত্যু হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘স্থানীয়রা ধারণা করছেন, হাতির আক্রমণে এই ব্যক্তির মৃত্যু হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়