ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

টেকনাফে ইয়াবাসহ কারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ১২ নভেম্বর ২০২৪  
টেকনাফে ইয়াবাসহ কারবারি আটক

কক্সবাজারের টেকনাফ থেকে চার হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারাবারিকে আটক করেছে র‍্যাব।

সোমবার মধ্যরাতে উপজেলার হোয়াইক্যং উনচিপ্রাং এলাকা থেকে তাকে আটক করা হয় বলে মঙ্গলবার (১২ নভেম্বর) জানিয়েছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক দেবজিত পাল।

আটক জাফর আলম (৩৭) হোয়াইক্যং লম্বাবিল এলাকার আব্দুর রহমানের ছেলে।

আরো পড়ুন:

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক দেবজিত পাল বলেন, মাদক ক্রয়-বিক্রয়ের জন্য এক ব্যক্তি অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৩টায় টেকনাফের হোয়াইক্য উনচিপ্রাং এলাকায় অভিযান চালানো হয়।এসময় এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছে থাকা শপিং ব্যাগের ভেতর থেকে চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃতকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়