ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে ১ ব্যক্তিকে পিটিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ২১ নভেম্বর ২০২৪  
হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে ১ ব্যক্তিকে পিটিয়ে হত্যা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বসতভিটার জায়গা নিয়ে বিরোধের জের ধরে রাজু মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত রাজু মিয়া চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে হাপ্টারহাওর গ্রামের বাসিন্দা।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে রাজু মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে তার ভাতিজা হাসান মিয়ার পক্ষের লোকদের মারামারি হয়। এ সময় রাজু মিয়াকে পিটিয়ে রক্তাক্ত করা হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত রাজু মিয়ার স্ত্রী ও তিন ছেলে-মেয়ে রয়েছে। তিনি সারের ব্যবসা করতেন। 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, চাচা ও ভাতিজার মধ্যে বসতভিটার জায়গা এবং গাছ কাটা নিয়ে বিরোধ হয়। এর আগেও তাদের মধ্যে কয়েকবার মারামারি হয়েছে। এ নিয়ে একাধিক সালিশও বসেছিল।

ঢাকা/মামুন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়