ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাঙামাটিতে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ২৩ নভেম্বর ২০২৪  
রাঙামাটিতে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

রাঙামাটিতে সহস্রাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকালে লায়ন্স ক্লাব অব চিটাগং ফিনিক্স ও লায়ন্স ক্লাব অব চিটাগং রোজ ভ্যালির আয়োজনে রাঙামাটি পিডিবি রেস্ট হাউসে এ সেবা প্রদান করা হয়। চক্ষু চিকিৎসা ক্যাম্প বাস্তবায়ন করে লায়ন্স চক্ষু হাসপাতাল, কোয়ান্টাম ফাউন্ডেশন, উন্মেষ ও এসএসসি ব্যাচ-২০০১। 

এদিকে চক্ষু ক্যাম্প উপলক্ষে জেলা শহর ছাড়াও পাহাড়ের বিভিন্ন গ্রাম থেকে সাধারণ মানুষ চিকিৎসা নিতে ক্যাম্পে ভিড় করে। সকাল থেকেই রোগীদের ভিড়ে পিডিবি রেস্ট হাউস এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠে। 

আয়োজক কমিটির কর্মকর্তা সাইফুর রহমান জুয়েল জানান, মানবতার সেবায় আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে এই আয়োজন। এখানে চক্ষু চিকিৎসার পাশাপাশি ওষুধ ও যাদের চশমার প্রয়োজন হচ্ছে, তাদেরকে বিনামূল্যে চশমা দেওয়া হচ্ছে। যাদের ছানি অপারেশন করতে হবে তাদেরকে আজকে বাছাই করে পরবর্তীতে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। 

এদিকে বিনামূল্যে চক্ষু সেবা পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন আসা রোগীরা। সাপছড়ি ইউনিয়ন থেকে চিকিৎসা নিতে আসা রমনী কান্তি চাকমা বলেন, “বিনামূল্যে চক্ষু সেবা নিতে পেরেছি। কোনও টাকা লাগে নাই। এছাড়াও বিনামূল্যে ওষুধ ও চশমা দিয়েছে।” 

আরেক রোগী তনয়া চাকমা বলেন, “আমার ছানি অপারেশন করাতে হবে বলেছে। আজকে সবকিছু লিখে নিল, পরবর্তী চট্টগ্রাম গিয়ে বিনামূল্যে ছানি অপারেশন করিয়ে দেবে বলেছে তারা।”

ঢাকা/শংকর/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়