ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ইসলামী দলগুলো বিভক্ত হলে জালেমরা ক্ষমতাসীন হবে’

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ২৩ নভেম্বর ২০২৪  
‘ইসলামী দলগুলো বিভক্ত হলে জালেমরা ক্ষমতাসীন হবে’

খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা আল্লামা সাখাওয়াত হোসাইন আগামী জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলোর ঐক্য ও একক প্রার্থী দেওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ‍‍“ইসলামী দলগুলো বিভক্ত হলে জালেমরা ক্ষমতাসীন হবে।” 

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে খুলনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। খেলাফত মজলিসের খুলনা জেলা ও নগর শাখা এ সম্মেলনের আয়োজন করে। 

আরো পড়ুন:

সাখাওয়াত হোসাইন বলেন, “আগামী নির্বাচনে ইসলামী দলের পক্ষ থেকে প্রতিটি আসনে একক প্রার্থী না হলে ইসলাম প্রিয় মানুষ বিভ্রান্তিতে পড়বে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দলের নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা আহমদ আলী কাসেমী বলেন, “দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে খেলাফত মজলিসের মাধ্যমে ভালো ও সৎ মানুষ তৈরি করতে হবে।”

বিশেষ অতিথি দলের কেন্দ্রীয় উপদেষ্টা শায়খুল হাদীস মাওলানা আলী আহমদ বলেন, “আওয়ামী লীগ বা বিএনপির পক্ষে জুলুম-নির্যাতন ও দুর্নীতি বন্ধ করা সম্ভব না। এ জন্য ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে জুলুম প্রতিরোধ করতে হবে।”

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মজিদ বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন হয়েছে। গুম, খুন, নির্যাতন ও আয়না ঘর আবিষ্কার করায় তাদের স্বৈরাচারী মনোভাব বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে। ইসলামী সমাজ প্রতিষ্ঠা হলে আয়না ঘর চিরতরে বিলুপ্ত হবে। ১৫ বছরে বিদেশে পাচার করা টাকা ফেরত আনার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।”  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এমদাদুল হক। অন্যন্যের মধ্যে বক্তব্য দেন মারকাজুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা রফিকুর রহমান, দারুল উলুম মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা নাসির উদ্দীন কাসেমী, তামিমুল মিল্লাত কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা এ এফ এম নাজমুস সউদ, খুলনা মহানগর খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত সভাপতি এফ এম হারুন অর-রশীদ, খেলাফত মজলিসের যশোর জেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ মীর মোহর আলী, বাগেরহাট জেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আমিরুল ইসলাম ও খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ যোবায়ের প্রমুখ। 

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়