ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেত্রকোণায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৮, ২৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১৮:৩৫, ২৪ নভেম্বর ২০২৪
নেত্রকোণায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

গতকাল শনিবার সকালে পূর্বধলায় মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা

নেত্রকোণার পূর্বধলায় মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরে ঝটিকা মিছিল করায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতে পাঠানো হয়েছে। 

গতকাল শনিবার রাত থেকে রোববার (২৪ নভেম্বর) ভোর পর্যন্ত বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পূর্বধলা থানার ওসি রিয়াদ মাহমুদ।

আরো পড়ুন:

গ্রেপ্তারা হলেন- উপজেলার ডুবারুহি গ্রামের লিটন খন্দকারের ছেলে সাগর খন্দকার (২৫), বালুচরা গ্রামের আবুল কাশেম তালুকদারের ছেলে আতিক হাসান (৩২) ওরফে আল-আমিন, ছোট ইলাছপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইয়াহিয়া তালুকদার (২১)‌, একই গ্রামের মৃত বাবুল চৌধুরীর ছেলে আরমান চৌধুরী (১৯), মো. তাজউদ্দীনের ছেলে মোস্তাকিন (১৯) ও পূর্বধলা নয়াপাড়া গ্রামের উজ্জ্বল দত্তের ছেলে দীপ্ত দত্ত (২০)। 

জানা গেছে, গতকাল শনিবার সকালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় মিছিল করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ নামের একটি ফেইসবুক পেজে মিছিলের ১ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিও আপলোড করা হয়। মিছিলের ভিডিও ছড়িয়ে পড়লে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করে।

ছাত্রলীগ নেতা শাহাদত হোসাইন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের বড় ভাইয়ের ছেলে। আওয়ামী লীগ সরকার পতনের পর জেলায় এই প্রথম মিছিল করে ছাত্রলীগ।

পূর্বধলা থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, ‍“শনিবার সকাল পৌনে ৮টার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মিছিল নিয়ে শেখ হাসিনা ও আহমদ হোসেনের মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। উপজেলা ছাত্রলীগের এই মিছিলে শাহাদত হোসাইন নেতৃত্ব দেন। এ ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

ঢাকা/সোহেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়