ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রেল দুর্ঘটনায় ৭ মৃত্যু

‘আমার ছেলে এখন কাকে মা ডাকবে’

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ২৬ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:৩৭, ২৬ নভেম্বর ২০২৪
‘আমার ছেলে এখন কাকে মা ডাকবে’

শাহিনূর আরা বেগম

“আমার আর কিছুই রইলো না ভাই, এই ১০ বছরের বাচ্চাকে নিয়ে আমি এখন কীভাবে বাকি জীবন পার করবো। আমার ছেলে এখন কাকে মা ডাকবে ভাই। আমার অনাগত বাচ্চাটাকেও দেখা হলো না।” 

এভাবে নিজের অনুভূতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন কুমিল্লার বুড়িচংয়ের বাকশিমূল মহাজের পাড়া এলাকার বাসিন্দা মনির হোসেন। রেল দুর্ঘটনায় স্ত্রী শাহিনূর আরা বেগম (৩০) ও অনাগত সন্তানকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। 

আরো পড়ুন:

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ সাতজন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন অন্তঃসত্ত্বা শাহিনূর আরা বেগম (৩০)। 

স্বজনরা জানান, আজ সকালে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বের হন মনির হোসেনের অন্তঃসত্ত্বা স্ত্রী শাহিনূর আরা বেগম। অটোরিকশায় করে তিনি গাজীপুর এলাকায় যাচ্ছিলেন। অটোরিকশায় ট্রেনের ধাক্কায় শাহিনূর আরা বেগম মারা যান। তিনি ৮ মাসের গর্ভবতী ছিলেন। তার ১০ বছর বয়সী একটি ছেলে রয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িচং থেকে কালিকাপুর সড়কের রেলক্রসিংয়ে সকালে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতি নামের একটি ট্রেন ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ ঘটনায় অটোরিকশাটির চালকসহ সাত যাত্রী নিহত হন। ঘটনাস্থলেই মারা যান শাহিনূর আরা বেগম। তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায় এবং পেট থেকে বাচ্চা বের হয়ে আসে।

বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন, “নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত করবে এই বিষয়টি।”  

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়