বাসচাপায় নিরাপত্তাকর্মীর মৃত্যু, বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
গাজীপুর মহানগরীর গাছা থানার কুনিয়া তারগাছ এলাকায় বাসচাপায় গার্মেন্টেসের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি ট্রাফিক) ইব্রাহিম খলিল বলেন, “একজনের মৃত্যুর ঘটনায় উত্তেজিত শ্রমিকরা বাসে আগুন দিয়েছে। আপাতত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।”
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশনে দায়িত্বরত কর্মকর্তা রাজিব বলেন, “আমাদের গাড়ি ঘটনাস্থলে রওনা হয়েছিল। পথে যানজট ও গাড়ি ভাঙচুর দেখে তারা ফিরে এসেছে।”
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, আজ রাত ৮টার দিকে কুনিয়া তারগাছ এলাকায় আজমেরি বাসচাপায় অনন্ত গার্মেন্টসের নিরাপত্তাকর্মী মারা যান। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। তারা কয়েকটি বাসে অগ্নিসংযোগ করেন এবং ভাঙচুর করেন।
ঢাকা/রেজাউল/মাসুদ