ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেকনাফে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:৫২, ১ ডিসেম্বর ২০২৪
টেকনাফে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ এক জেলের লাশ সমুদ্র সৈকতে ভেসে এসেছে। রবিবার (১ ডিসেম্বর) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সৈকত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

নিহত জেলের নাম হেলাল উদ্দিন (২৭)। তিনি সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে হেলাল উদ্দিন ও আরেক জেলে একটি টানা জালের নৌকায় সাগরে মাছ ধরতে যান। গভীর সাগরে বড় ঢেউয়ের আঘাতে নৌকাটি উল্টে গেলে হেলাল উদ্দিন নিখোঁজ হন। 

নৌকার মালিক এনাম উল্লাহ জানান, দুর্ঘটনার পর থেকে স্থানীয় জেলে এবং কোস্ট গার্ড সদস্যরা সারা রাত উদ্ধার অভিযান চালালেও হেলালকে পাওয়া যায়নি। পরে ভোরে পশ্চিমপাড়া সৈকতে তার লাশ ভেসে আসে।

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আজাহরুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/তারেকুর/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়