নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষকের মৃত্যু
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৯:১৩, ৫ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০৯:২৪, ৫ ডিসেম্বর ২০২৪
ফাইল ফটো
নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে দেলোয়ার হোসেন (৫০) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের আরাফাতনগর এলাকার সোনা মিয়ার ছেলে ও মুন্সীগঞ্জ বহুমুখী হাই স্কুলের প্রধান শিক্ষক।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোকলেছ বলেন, ‘‘নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ফতুল্লায় যাওয়ার উদ্দেশে ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান দেলোয়ার হোসেন। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’’
ঢাকা/অনিক/রাজীব