ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশালে বলগেটে স্পিড বোর্টের ধাক্কায় নিহত ১, নিখোঁজ ৩ 

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৬, ৫ ডিসেম্বর ২০২৪  
বরিশালে বলগেটে স্পিড বোর্টের ধাক্কায় নিহত ১, নিখোঁজ ৩ 

বরিশালে নোঙরে থাকা বালুবাহী বলগেটে যাত্রীবাহী স্পিড বোট ধাক্কা দিয়েছে। এতে স্পিড বোটের অজ্ঞাত এক পুরুষ যাত্রীর (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। এখনও তিন যাত্রী নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে বরিশাল সদর উপজেলার বিশ্বাসের হাট সংলগ্ন কীর্তনখোলা নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যার পর এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার।

আরো পড়ুন:

ওসি সনাতন চন্দ্র বলেন, ভোলা থেকে যাত্রী নিয়ে স্পিড বোটটি বরিশাল নৌবন্দরের দিকে আসছিল। সেটি নদীতে নোঙর করে থাকা বালুবাহী বলগেটে সজোরে ধাক্কা দেয়। এতে স্পিড বোটে থাকা চার যাত্রী সাঁতরে তীরে উঠে এলেও চার জন নিখোঁজ হয়। এলাকাবাসী নিখোঁজদের মধ্যে একজনকে উদ্ধার করে বরিশাল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখনও তিন যাত্রী নিখোঁজ রয়েছে।

ওসি জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। 
 

ঢাকা/পলাশ/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়