ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ফেনী যেন কোনো ব্যক্তির কাছে জিম্মি না হয়’

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ৭ ডিসেম্বর ২০২৪  
‘ফেনী যেন কোনো ব্যক্তির কাছে জিম্মি না হয়’

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, “সন্ত্রাসের জনপদ হিসেবে ফেনীর যে দুর্নাম তৈরি হয়েছে তা ঘুচাতে হবে। ফেনী যেন কোনো গডফাদারের নামে পরিচিতি না পায়। ফেনী যেন আর কোনো ব্যক্তি বা দলগত সন্ত্রাসের কাছে জিম্মি না হয়। এ জন্য সবাইকে এক যোগে কাজ করতে হবে।” 

শনিবার (৭ ডিসেম্বর) সকালে ফেনীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মজিবুর রহমান মঞ্জু বলেন, “স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে নানা ষড়যন্ত্র ও দুঃশাসনের যাঁতাকলে স্বাধীনতা-সার্বভৌমত্ব বার বার হুমকির মুখে পড়লেও মুক্তিকামী মানুষ কখনোই তা মেনে নেয়নি। যুগে যুগে বিপ্লবীদের জন্ম হয়েছে এবং তাদের আত্মদান ও সংগ্রামে বাংলাদেশ প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছে। আমাদের বিশ্বাস কাঙ্ক্ষিত সংস্কারের পথ ধরে বাংলাদেশ ভবিষ্যতে একটি গণতান্ত্রিক ভিতের উপর দাঁড়াতে পারবে এবং ফ্যাসিবাদী শাসন ফিরে আসার পথ চিরতরে রুদ্ধ হবে।” 

সন্ত্রাসের জনপদ হিসেবে ফেনীর যে দুর্নাম তৈরি হয়েছে তার জন্য দুঃখ ও হতাশা প্রকাশ করে মঞ্জু বলেন, “জাতির কাছে ফেনীর পরিচিতি পাওয়া উচিত ছিল শুভপুর ও বিলোনিয়া যুদ্ধের বীরত্বগাঁথায়। ফেনী যেন আর কোনো ব্যক্তি বা দলগত সন্ত্রাসের কাছে জিম্মি না হয় তার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।” 

বিপ্লবী শমসের গাজীর রক্ত আমাদের শরীরে আছে বলেই ভাষা শহীদ আব্দুস সালাম, শহীদ সালাউদ্দিন মমতাজ এর মত বীরেরা ফেনীতে বার বার জন্ম নিয়েছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফেনীতে যে সকল সংগ্রামী ছাত্র-জনতা জীবন উৎসর্গ করে দেশকে হায়েনা শাসন থেকে মুক্ত করেছে তাদের স্মৃতি রক্ষায় ফেনীতে তাদের নামে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও মেমোরিয়াল হাসপাতাল করার জোর দাবি জানান তিনি। 

ফেনীতে এবি পার্টির প্রথম গণসমাবেশ উপলক্ষে আজ সকাল ১১টায় জেলা এবি পার্টির সদস্য সচিব অধ্যাপক ফজলল হক’র সঞ্চালনায় মতবিনিময়ে অংশ নেন মঞ্জু। এসময় দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদও বক্তব্য রাখেন। 

বক্তব্যে এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “নাগরিকদের অধিকার নিশ্চিত করার রাজনীতি ও সমস্যা সমাধানমূলক কর্মসূচি দিয়ে এবি পার্টি জনগণের সমর্থন আদায়ে বিশ্বাসী। ব্যক্তি ও পরিবারতান্ত্রিক রাজনীতি হিংসা এবং বিভেদের যে বীজ বপন করেছে তা থেকে মুক্ত হওয়ার অভিপ্রায় নিয়েই জুলাই বিপ্লব হয়েছে।  বিপ্লবের ফসল ঘরে তুলতে জাতীয় ঐকমত্যের বিকল্প নেই।” 

তিনি আরও বলেন, “বাইরের শত্রুর আক্রমণের হুমকির প্রেক্ষিতে ফেনীতে একটা সেনাবাহিনী ক্যান্টনমেন্ট স্থাপন জনদাবিতে পরিণত হয়েছে এবং এবি পার্টি এ দাবির সাথে একাত্মতা পোষণ করে। ভাটির বাঘ, ফেনীর কৃতি সন্তান, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নায়ক শমসের গাজীর ইতিহাসকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবিও জানাচ্ছি।” 

মিট দ্য প্রেসে এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শাহ আলম বাদল, ফেনী জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/সাহাব/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়