ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় শীতে বিপর্যস্ত জনজীবন, কুয়াশা ঝরছে বৃষ্টির মতো 

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ১৩ ডিসেম্বর ২০২৪   আপডেট: ০৯:১১, ১৩ ডিসেম্বর ২০২৪
সাতক্ষীরায় শীতে বিপর্যস্ত জনজীবন, কুয়াশা ঝরছে বৃষ্টির মতো 

উপকূলীয় জেলা সাতক্ষীরায় কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির মতো ঝরে পড়ছে ঘন কুয়াশা। জীবিকার তাগিদে নিম্ন আয়ের মানুষরা বের হলেও শীতের কারণে তারা পড়েছেন চরম দুর্ভোগে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৭ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর একই সময় বাতাসের আদ্রতার পরিমান ৯৭ শতাংশ।  

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বিষয়টি নিশিচত করে বলেন, শীতের পরিমাণ আরও বাড়বে।

এদিকে, সাতক্ষীরার গ্রামাঞ্চলে মোটা জামাকাপড় পরার পাশাপাশি আগুন জ্বালিয়েও নিজেকে উষ্ণ রাখার চেষ্টা করছেন এখানের শীতার্তরা। শীতে জবুথবু হয়েও কাক ডাকা ভোরে অনেক শ্রমজীবী মানুষ কাজের সন্ধানে ঘর থেকে বের হয়েছেন।

জেলার বিভিন্ন রাস্তায় ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহনকে। কাজের তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষ গায়ে জড়িয়েছেন শীতের পোশাক। সন্ধ্যার পর থেকেই মৃদু হিমেল বাতাস পরের দিন সকাল পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা। 

ঢাকা/শাহীন/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়