ঢাকা     শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৫ ১৪৩২

মোবারকগঞ্জ চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ১৩ ডিসেম্বর ২০২৪  
মোবারকগঞ্জ চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

মোবারকগঞ্জ চিনিকলে শুক্রবার বিকেলে আখ মাড়াই মৌসুম উদ্বোধন করা হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলে ৫৮তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মিলের ডোঙায় আখ ফেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) ইক্ষু ও গবেষণা বিভাগের যুগ্ম সচিব ও পরিচালক এ টি এম কামরুল ইসলাম। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম, কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার প্রমুখ।

আরো পড়ুন:

এর আগে, আজ বিকেল ৩ টার দিকে চিনিকল চত্বরে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনজন চাষিকে পুরস্কৃত করা হয়।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়