ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১ কেজি চিনির দাম ১২১৫ টাকা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ২০ মার্চ ২০২৫   আপডেট: ১৮:০৪, ২০ মার্চ ২০২৫
১ কেজি চিনির দাম ১২১৫ টাকা

একদিকে হামলা, আরেকদিকে অবরোধ। প্রাণ ওষ্ঠাগত এখন গাজার বাসিন্দাদের। অবরোধের কারণে গাজায় নিত্যপণ্যের দাম আকাশচুম্বি হয়ে উঠছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজায় ইসরায়েলের ত্রাণ অবরোধের ১৯তম দিনে প্রবেশের সাথে সাথে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজার মূল্য বৃদ্ধি পাচ্ছে। নিত্যপ্রয়োজনী দ্রব্য এখন ফিলিস্তিনিদের নাগালের বাইরে চলে যাচ্ছে।

আরো পড়ুন:

রাফাহ থেকে আহমেদ আল-শায়ের বলেন, দক্ষিণাঞ্চলে আটা, রান্নার তেল এবং চিনির দাম এখন স্বাভাবিকের চেয়ে পাঁচ গুণ বেশি। 

তিনি ওয়াফাকে বলেন, এক কেজি চিনির দাম এখন ৩৫ শেকেল (১০ ডলার= ১২১৫ টাকা)। এছাড়া এক লিটার রান্নার তেলের দাম ২৫ শেকেল (৭ ডলার)।  এক কেজি গ্যাসের দাম ১২০ শেকেল (৩৩ মার্কিন ডলার)।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী,ইসরায়েলের সামরিক অভিযানে ৪৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ফেব্রুয়ারিতে যুদ্ধবিরতি থাকলেও গত মঙ্গলবার থেকে নির্বিচারে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। তিন দিনের হামলায় নিহত হয়েছে পাঁচ শতাধিক ফিলিস্তিনি। এরইমধ্যে গাজায় আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোর ত্রাণবাহী যান প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়