ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পূর্বাচলে সুজানার পর এবার মিলল বন্ধু কাব্যের মরদেহ

নারায়ণগঞ্জ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ১৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৫:২৬, ১৮ ডিসেম্বর ২০২৪
পূর্বাচলে সুজানার পর এবার মিলল বন্ধু কাব্যের মরদেহ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের ২ নম্বর সেক্টরের লেক থেকে কলেজছাত্রী সুজানার মরদেহ উদ্ধারের ১৫ ঘণ্টা পর তার সঙ্গে থাকা শাহিনুর রহমান কাব্য (১৬) নামে আরেক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে পূর্বাচলের ২ নম্বর সেক্টরের ৪ নম্বর ব্রিজের নিচের লেক থেকে কাব্যের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, একই স্থান থেকে কলেজছাত্রী সুজানার মরদেহ উদ্ধার করা হয়। সুজানা ও কাব্য পরস্পর বন্ধু বলে জানা গেছে। 

নিহত শাহিনুর রশিদ কাব্য কাফরুল থানার কচুক্ষেত বউ বাজার এলাকার হারুনুর রশিদের ছেলে ও রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। নিহত সুজানা রাজধানীর কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে। 

নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, “মঙ্গলবার সকালে পূর্বাচল ২ নম্বর সেক্টরে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরাটেক এলাকার ৪ নম্বর সেতুর নিচে লেক থেকে পুলিশ সুজানা (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করে। তার স্বজনদের কাছ থেকে জানতে পারি সুজানার সঙ্গে কাব্য নামে আরেক কিশোর নিখোঁজ রয়েছে। পরে আজ সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় পুলিশ লেকের পানির নিচ থেকে মোটরসাইকেলসহ কাব্যের মরদেহ উদ্ধার করে।” 

নিহতদের পরিবারের বরাত দিয়ে পুলিশ সুপার মেহেদী ইসলাম আরো বলেন, “সুজানা ও কাব্য ভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী হলেও একসঙ্গে কোচিং করার সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। গত সোমবার বিকেলে সুজানা বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে কাব্যের সঙ্গে পূর্বাচলে মোটরসাইকেলে করে বেড়াতে আসে। পরে সুজানা আর কাব্য বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাদের বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। গতকাল মঙ্গলবার সকালে পূর্বাচলের ২ নম্বর সেক্টরের ৪ নম্বর ব্রিজের লেক থেকে সুজানার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন সকালে একই স্থান থেকে মোটরসাইকেলসহ কাব্যের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।” 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বাচলে বেড়াতে এসে রাতের কোনো এক সময় অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে লেকে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

ঢাকা/অনিক/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়