ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ার আ.লীগ নেতা শফিক ঢাকা থেকে সস্ত্রীক গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ১৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২২:৩০, ১৮ ডিসেম্বর ২০২৪
বগুড়ার আ.লীগ নেতা শফিক ঢাকা থেকে সস্ত্রীক গ্রেপ্তার

বগুড়ার আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান শফিক ও তার স্ত্রী লিপি আক্তার

বগুড়ার আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান শফিক ও তার স্ত্রী লিপি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১৮ ডিসেম্বর) রাত ৮টায় ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

গ্রেপ্তার আবু সুফিয়ান শফিক সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান। শফিকের স্ত্রী লিপি আক্তার বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন।

বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, “শফিকের বিরুদ্ধে জুলাই-আগস্টের গণহত্যা মামলাসহ বগুড়া সদর থানায় মোট ১২টি মামলা রয়েছে। তার স্ত্রী লিপি আক্তার সদর থানায় বিস্ফোরক আইন মামলার এজাহার নামীয় আসামি।” 

তিনি আরও বলেন, “রাত ৮টায় ডিএমপি’র ডিবি তেজগাঁও টিম বগুড়া জেলা পুলিশের রিকুইজিশনের ভিত্তিতে তাদেরকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। তাদেরকে বগুড়ায় নেওয়া হচ্ছে। আগামীকাল তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।”

ঢাকা/এনাম/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়