ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে ছাত্রদের ওপর গুলি: ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩১, ১৯ ডিসেম্বর ২০২৪  
টাঙ্গাইলে ছাত্রদের ওপর গুলি: ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছোহরাব আলী

বৈষম‌্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ ও হামলার ঘটনায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীর বাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোহরাব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৯ ডি‌সেম্বর) দুপুরে গো‌য়েন্দা পু‌লিশ (ডি‌বি) ছোহরাব‌কে সদর থানা পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর ক‌রে। পু‌লিশ তা‌কে ওই মামলায় গ্রেপ্তার দেখি‌য়ে বিকেলে আদাল‌তে পাঠায়।

আরো পড়ুন:

পুলিশ সূ‌ত্রে জানা গে‌ছে, গত ৪ আগস্ট টাঙ্গাইল শহরের সিটি মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলছিল। এ সময় সেখানে আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে গুলি, মারপিট করা হয়। গত ১৩ নভেম্বর এ ঘটনায় লতিফ মিয়া বাদী হয়ে মামলা করেন। এ মামলায় ১৫০ জন‌কে আসামি করা হয়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বলেন, ডিবি পুলিশ ছোহরাব আলীকে আটক ক‌রে পু‌লিশে হস্তান্তর ক‌রে‌ছে। ১৩ নভেম্বর থানায় দা‌য়ের হওয়া মামলায় তা‌কে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ছোহরাব আলীর বিরুদ্ধে জমি দখল, হামলাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি বীর বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হি‌সে‌বে দা‌য়িত্ব পালন কর‌ছেন।

ঢাকা/কাওছার/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়