ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় ছুরিকাঘাত করে ১০ লাখ টাকা ছিনতাই

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ২১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৮:৩৪, ২১ ডিসেম্বর ২০২৪
বগুড়ায় ছুরিকাঘাত করে ১০ লাখ টাকা ছিনতাই

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন তারেক

বগুড়া শহরে তারেক (৪০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। 

শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কলোনি বটতলা এলাকায় এ ছিনতাই ঘটে। গুরুতর আহত তারেককে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছেন স্থানীয়রা।

তারেক বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়ার আলী আজমের ছেলে। তিনি কলোনি এলাকায় মালিয়া এন্টারপ্রাইজে (যমুনা গ্যাসের ডিস্ট্রিবিউটর) ম্যানেজার হিসেবে কর্মরত।

স্থানীয়রা জানিয়েছেন, তারেক সকালে যমুনা গ্যাস কোম্পানিতে টাকা জমা দেওয়ার জন্য নিজ বাসা থেকে টাকার ব্যাগ নিয়ে বের হন। কলোনি বটতলা এলাকায় পৌঁছানোর পর দুই জন মাস্ক পরা দুর্বৃত্ত (একজন লুঙ্গি পরিহিত) তাকে পেছন থেকে ধরে ব্যাগ টানা-হেঁচড়া শুরু করে। তারেক বাধা দিতে গেলে দুর্বৃত্তরা ধারালো চাকু দিয়ে তার হাতে-পায়ে আঘাত করে ১০ লাখ টাকাসহ ব্যাগ কেড়ে নেয়। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে তারা ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তারেককে গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈন উদ্দীন বলেছেন, “তারেক নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক। তার পরিবার থানায় অভিযোগ জানিয়েছে। ছিনতাইয়ে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।”

ঢাকা/এনাম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়