ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ২১ ডিসেম্বর ২০২৪  
গাজীপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুরের শ্রীপুরে  ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। 

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কাওরান বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানান মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কুদ্দুস মৃধা।

আরো পড়ুন:

নিহতদের মধ্যে শফিকুল ইসলাম (৪৫) শেরপুরের ঝিনাইগাতির কাংশা গ্রামের গোলাপ হোসেনের ছেলে। পেশায় তিনি ঠিকাদার ছিলেন। অপরজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

নিহতের পরিবারের বরাত দিয়ে মাওনা ফাঁড়ির ইনচার্জ কুদ্দুস মৃধা জানান, আজ সকালে শফিকুল কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকায় একটি মাদরাসার সাইড পরিদর্শনের জন্য জয়দেবপুরের বাসা থেকে বের হয়েছিলেন। সেখানে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। 

তিনি জানান, দুপুরে মাওনা থেকে একটি ট্রাক কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। একটি মোটরসাইকেল ওভারটেকিং করার সময় ট্রাকের পাশে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। খবর পেয়ে পুলিশ দুই জনের লাশ উদ্ধার করে। একজনের নাম-পরিচয় জানা গেলেও অপরজনের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
 

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়