ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে বোতাম কারখানায় আগুনে নিহতদের পরিচয় মিলেছে

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ২৩ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২০:৫৭, ২৩ ডিসেম্বর ২০২৪
গাজীপুরে বোতাম কারখানায় আগুনে নিহতদের পরিচয় মিলেছে

আগুনে পুড়ে যাওয়া এম এন্ড ইউ ট্রিমস নামে বোতাম তৈরি কারখানা। গতকাল রবিবার দুপুরে কারখানাটিতে আগুন লাগে

গাজীপুরের শ্রীপুরে এম এন্ড ইউ ট্রিমস নামে বোতাম তৈরি কারখানার কেমিক্যাল গুদামের আগুনে নিহত তিনজন পেশায় রংমিস্ত্রি ছিলেন।

সোমবার (২৩ ডিসেম্বর) শ্রীপুুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল তাদের পরিচয় নিশ্চিত করেন। একই সঙ্গে তাদের নামও জানান তিনি।

আরো পড়ুন:

আরো পড়ুন: গাজীপুরে কারখানায় আগুন, নিহত বেড়ে ৩

নিহতরা হলেন- দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামের মৃত আব্দুর রউফ সরকারের ছেলে সোহাগ সরকার (৩২), গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার মহারাজপুর গ্রামের মো. রফিক মাতব্বরের ছেলে শাওন (২২) ও লালমনিরহাট সদর উপজেলার তালুকহারাটি গ্রামের মোহাম্মদ বাবুল মিয়ার ছেলে মো. মজমুল হক (২১)। তারা পেশায় রংমিস্ত্রি ছিলেন। 

ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, আজ (সোমবার) সকালে কারখানা থেকে একজনের মরদেহ উদ্ধারের তথ্য জানানো হয়। তাৎক্ষণিকভাবে শ্রীপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। এছাড়া, গতকাল রবিবার রাত পর্যন্ত দুই জনের মরদেহ উদ্ধার হয়। দুটি মরদেহ আগুনে পুড়ে বিকৃত হয়ে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, প্রথম দিকে কারখানায় যে বিস্ফোরণ হয়েছে তখনই তাদের মৃত্যু হয়। 

গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম এন্ড ইউ ট্রিমস লিমিটেড নামে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গতকাল গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেছিলেন, দুপুর দেড়টার দিকে শ্রীপুর ফায়ার স্টেশনে প্রথমে আগুন ম্যাসেজ দেওয়া হয়। যেহেতু, কেমিক্যাল ড্রামে বিস্ফোরণের খবর ছিল তাই গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের তিনটি, রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের দুটিসহ পাঁচটি ইউনিট ডাকা হয়। সবমিলিয়ে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়