ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে বোতাম কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ২২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৮:০৬, ২২ ডিসেম্বর ২০২৪
গাজীপুরে বোতাম কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

গাজীপুরের শ্রীপুরে এম এন্ড ইউ ট্রিমস লিমিটেড কারখানায় রবিবার দুপুরে আগুন লাগে

গাজীপুরের শ্রীপুরে এম এন্ড ইউ ট্রিমস লিমিটেড নামে একটি বোতাম তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন।

এর আগে, আজ রবিবার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের ওই কারখানায় আগুন লাগে।

আরো পড়ুন:

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‍“আমরা আসার আগে কয়েকজন আহত হওয়ার খবর পাই। আমরা একজনের মরদেহ পেয়েছি। দেখে মনে হচ্ছে পুরুষ। তবে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এখন কারখানর গুদামে ডাম্পিংয়ের কাজ চলছে। এ কাজ শেষ হতে সময় লাগবে।”

আরো পড়ুন: গাজীপুরে বোতাম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, “দুপুর ১টার ৪০ মিনিটে শ্রীপুর ফায়ার স্টেশনে প্রথমে আগুন লাগার খবর দেওয়া হয়। ১টা ৫৬ মিনিটে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। যেহেতু কেমিক্যাল ড্রামে বিস্ফোরণের খবর ছিল, তাই গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি, রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটিসহ পাঁচটি ইউনিট ডাকা হয়। সবমিলিয়ে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখানে প্রচুর কেমিক্যালের ড্রাম ছিল, আগুনের তাপে ড্রমগুলো ফুলে যাচ্ছিল। সেখান থেকে প্রচুর বিস্ফোরণ হচ্ছিল।”

কারখানা কর্তৃপক্ষ জানায়, আজ দুপুরে হঠাৎ কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। 

কারখানার সিট কাটিং সেকশনের শ্রমিক সম্রাট বলেন, “ঘটনার সময় তিনি ম্যানেজারের কক্ষে ছিলেন। এ সময় হঠাৎ পাশের কেমিক্যাল গুদামে বিকট শব্দ হয়। এরপর দৌঁড়ে গিয়ে দেখেন, কয়েকজন শ্রমিক এদিক সেদিক ছোটাছুটি করছেন।”

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “এখনো পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করেছি। আর কেউ মারা গেছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে।”

ঢাকা/রফিক/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়