ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সড়কে উল্টে গেল বাস, যুবক নিহত

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ২৩ ডিসেম্বর ২০২৪  
সড়কে উল্টে গেল বাস, যুবক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মল্লিকপাড়া এলাকায় সোমবার রাতে দুর্ঘটনায় এক ‍যুবক মারা গেছেন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্সকে ওভারটেক করার সময় সড়ক ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে গেছে একটি বাস। এ ঘটনায় বাসটিতে থাকা এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 

সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৭টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মল্লিকপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম জানা যায়নি।

আরো পড়ুন:

বাসের আহত যাত্রী কামরুন্নাহার বলেন, “ঢাকার সিদ্দিকবাজার থেকে গজারিয়ায় যেতে বাসে করে রওনা হই। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মল্লিকপাড়ায় আসলে একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে গিয়ে বাসটি দুর্ঘটনায় পড়ে।”

কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, “মহাসড়কের মল্লিকপাড়া এলাকায় কুমিল্লাগামী যাত্রীবাহি বাস (জৈনপুর এক্সপ্রেস) একটি অ্যাম্বুলেন্সেকে ওভারটেক করতে গিয়ে সড়ক ডিভাইডারে ধাক্কা দিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে বাসে থাকা নাম না জানা এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়