ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিজের ভাষার বই পেলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা

রাঙামাটি সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ১ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:৪৭, ১ জানুয়ারি ২০২৫
নিজের ভাষার বই পেলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা

রাঙামাটিতে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকালে জেলায় ৭০৭টি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত বিনামূল্যে এই বই বিতরণ করা হয়। 

এদিকে রাঙামাটিতে বই বিতরণে ভিন্ন মাত্রা যুক্ত করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের স্ব স্ব মাতৃভাষার বই। ঝরে পড়া রোধে প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ২০১৭ সাল থেকে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষাভাষী শিশুরা এই বই পেয়ে থাকে। সাধারণ বইয়ের সঙ্গে নিজ ভাষার বই হাতে পেয়ে খুশি পাহাড়ের শিশুরা।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষিকেশ শীল জানান, বছরের শুরুতে বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। যদিও চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা নতুন বই পাইনি। চলতি মাসের মধ্যে এসব বই হাতে পাবে। 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে, জেলায় মোট বইয়ের চাহিদা ৩ লাখ ৫৪ হাজার ৩৩৬ পিস। তার মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বই পাওয়া গেছে ১ লাখ ৮০ হাজার ৬৪৮টি। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তৃতীয় শ্রেণি পর্যন্ত ৬৮ হাজার ২৬১ বই পাওয়া গেছে।

ঢাকা/শংকর/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়