ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঠাকুরগাঁওয়ে ঘোড়দৌড় দেখতে মানুষের ঢল

ঠাকুরগাঁও প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ২ জানুয়ারি ২০২৫   আপডেট: ১০:০৬, ২ জানুয়ারি ২০২৫
ঠাকুরগাঁওয়ে ঘোড়দৌড় দেখতে মানুষের ঢল

ঘোড় দৌড় দেখতে মানুষের ঢল

ইংরেজি নতুন বছরের প্রথম দিনে ঠাকুরগাঁও সদর উপজেলায় ঐতিহ্যবাহী সালন্দর চাষি ক্লাবের উদ্যোগে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়ভাবে ঐতিহ্যমণ্ডিত ঘোড় দৌড় দেখতে ঢল নামে মানুষের। 

বুধবার (১ জানুয়ারি) বিকালে উপজেলার সালন্দর ইউনিয়নের বিলপাড়া মাঠে এ ঘোড় দৌড় অনুষ্ঠিত হয়। গত বছরও জানুয়ারির প্রথম দিনে এই ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।

ঘোড় দৌড় প্রতিযোগিতায় সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান ও চাষি ক্লাবের প্রধান উপদেষ্টা মো. ফজলে এলাহী মুকুট চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নারগুন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. পয়গাম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গোলাম মাওলা চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

শীত উপেক্ষা করে ঘোড় দৌড় প্রতিযোগিতায় মানুষের ঢল

কনকনে শীত উপেক্ষা করে ঘোড় দৌড় প্রতিযোগিতায় মানুষের ঢল নামে। খেলা দেখে উচ্ছ্বাসিত সকল বয়সের মানুষ। প্রতিবছর এমন আয়োজনের প্রত্যাশা করেন তারা। ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে চাচার বাড়িতে এসেছেন শালসাবিল জাহান প্রাপ্তি। তিনি বলেন, “জীবনে কোনোদিন সরাসরিভাবে ঘোড়া দৌড় দেখা হয়নি। এর ‍আগে টিভি ও ইউটিউবে দেখেছি। আজকে সরাসরি খেলা দেখে খুব ভালো লাগছে।” 

মো. সাইফুল ইসলাম নামে এক দর্শনার্থী যুবক বলেন, “ঘৌড় দৌড় দেখে খুবই ভালো লাগলো। যুব সমাজ ও নতুন প্রজন্মকে খারাপ কিছু থেকে রক্ষা করতে এমন উদ্যোগ খুবই জরুরী। তাই প্রতি বছর এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা উচিত।”   

ঘোড় দৌড় দেখতে মানুষের ঢল

যুব সমাজকে মাদক ও বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখতে আগামীতে সকলের সহযোগিতায় চাষি ক্লাব এই গ্রামীণ মেলা ও ঘৌড় দৌড় প্রতিযোগিতা অব্যাহত রাখবে বলে জানান ক্লাবটির প্রধান উপদেষ্টা ও সালন্দর ইউপি চেয়ারম্যান মো. ফজলে এলাহী মুকুট চৌধুরী।

খেলায় ২১টি ঘোড়া নিয়ে বিভিন্ন জেলা থেকে ২১ জন অংশগ্রহণ করেন। এতে চিরির বন্দরের কাজি আশরাফুর প্রথম ও দ্বিতীয় হন কাফি বানিয়া। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

ঢাকা/হিমেল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়