ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্ত্রীকে বালিশ চাপায় হত্যার অভিযোগে স্বামী আটক

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ৫ জানুয়ারি ২০২৫  
স্ত্রীকে বালিশ চাপায় হত্যার অভিযোগে স্বামী আটক

ফাইল ফটো

নীলফামারীর সৈয়দপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রানাকে (৩২) আটক করেছে পুলিশ। রবিবার (৫ জানুয়ারি) সকালে তাকে আটক করা হয়। এর আগে, গত রাতে শহরের কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম মুক্তা। তিনি কুন্দল পশ্চিমপাড়া গ্রামের নান্নুর মেয়ে। ১৬ দিন আগে শহরের কাজীপাড়া গ্রামের মৃত বাবলু মিয়ার ছেলে রানার সঙ্গে তার বিয়ে হয়ে।

নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, বিয়ের কিছুদিন পরই স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়ে মনমালিন্যের সৃষ্টি হয়। শনিবার গভীর রাতে রানা মাদক সেবন করে ঘরে ফিরলে দুজনের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে রানা ক্ষুব্ধ হয়ে বালিশ চাপা দিয়ে স্ত্রী মুক্তাকে হত্যা করেন। পরে বোন লাভলীকে হত্যার বিষয়টি জানান এবং মুক্তার বাবার বাড়িতে খবর দিতে বলেন। লাভলী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রানাকে আটক করে ও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

মুক্তার মা জাহেদা বেগম বলেন, ‘‘পূর্বের বিয়ের তথ্য গোপন রেখে ১৬ দিন আগে মুক্তাকে বিয়ে করে রানা। বিয়ের পাঁচ দিন পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন ওর ওপর নির্যাতন চালায়। গত শনিবার রাতে পরিকল্পিতভাবে তারা আমার মেয়েকে হত্যা করেছে। আমি মেয়ে হত্যার বিচার চাই।’’

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বলেন, ‘‘স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে রানা নামের এক যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রী হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করলে পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’’

ঢাকা/সিথুন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়