ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাবেক ওসিকে হেনস্তাকারী স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৪, ৭ জানুয়ারি ২০২৫  
সাবেক ওসিকে হেনস্তাকারী স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার 

বহিষ্কৃত স্বেচ্ছাসেবক নেতা শহীদুল ইসলাম শহীদ

চট্টগ্রাম নগরীর থানা এলাকায় কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীনকে হেনস্তাকারী স্বেচ্ছাসেবক দলের নেতা শহীদুল ইসলাম শহীদ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি চট্টগ্রামের চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

নগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এম আবু বক্কর রাজু জানান, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদকে দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নগরের পাঁচলাইশ থানার পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় কোতোয়ালি থানার সাবেক ওসি নেজাম উদ্দীনকে সাদা পোশাকে দেখতে পেয়ে তার উপর চড়াও হয় শহিদুল ইসলাম শহীদ ও কয়েকজন নেতাকর্মী। তারা ওসি নেজাম উদ্দীনের জামার কলার ধরে টেনেহিঁচড়ে ছিঁড়ে ফেলেন।

পরে পাঁচলাইশ থানা-পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। তাকে ঘেরাও করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, নেজাম উদ্দীনের পরনের পোশাক ধরে উপস্থিত কয়েকজন টানাটানি করছেন। এ সময় ওসি থাকাকালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নানাভাবে নির্যাতন, নিপীড়ন ও হয়রানি করেছেন বলে অভিযোগ করতে শোনা যায়। উত্তরে নেজাম উদ্দিনকে বলতে শোনা যায়, তিনি তাদের হয়রানি করেননি, সহযোগিতা করেছেন। ভিডিওটি শহীদুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুকে অ্যাকাউন্টে লাইভ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নেজাম উদ্দীন কোতোয়ালি, বাকলিয়া, সদরঘাট ও সর্বশেষ পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তাকে কুমিল্লায় অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। তার পরিবার চট্টগ্রাম শহরে থাকে। তিনি ছুটিতে বাসায় এসে পাঁচলাইশ এলাকায় একটি বেসরকারি বিদ্যালয় থেকে সন্তানকে আনতে গিয়েছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একটি মামলা রয়েছে।
 

ঢাকা/রেজাউল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়