ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দের সুপারিশ করার পরামর্শ

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ২০:৩৭, ৭ জানুয়ারি ২০২৫
জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দের সুপারিশ করার পরামর্শ

রাজশাহীতে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন

রাজশাহীতে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহীর চিকিৎসকেরা স্বাস্থ্য খাতে জিডিপির অন্তত ৫ শতাংশ বরাদ্দ করার সুপারিশ করার জন্য সংস্কার কমিশনকে পরামর্শ দেন।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হক সভায় সভাপতিত্ব করেন। সভায় স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডা. সায়েবা আক্তার, অধ্যাপক ডা. মো. মোজাহেরুল হক, অধ্যাপক লিয়াকত আলী, ডা. আজহারুল ইসলাম খান, অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, ড. আহমদ এহসানূর রহমান এবং উমাইর আফিফ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

তারা অংশীজনদের কাছে তাদের মতামত ব্যক্ত করার আহ্বান জানালে স্বাস্থ্য খাতকে স্বায়ত্তশাসনের আওতায় আনা, হাসপাতালে অর্জিত রাজস্বের ৩০ শতাংশ যন্ত্রপাতি ক্রয়ের জন্য বরাদ্দ রাখা এবং দেশের জিডিপির অন্তত ৫ শতাংশ স্বাস্থ্যখাতে বরাদ্দ করার সুপারিশ করতে সংস্কার কমিশনকে পরামর্শ দেওয়া হয়।

এছাড়া আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, হাসপাতালের শয্যা অনুযায়ী চিকিৎসক ও ডায়াগনস্টিক সেবা বৃদ্ধি, স্বাস্থ্যখাতে অবকাঠামোগত পরিবর্তন ও জনবল বৃদ্ধি, সিভিল সার্জনদের ম্যাজিট্রেসি ক্ষমতা প্রদান, চিকিৎসকদের জন্য ওষুধ কোম্পানির অবৈধ সুবিধা পরিহার, স্বাস্থ্যখাতে গবেষণা ও প্রশিক্ষণের জন্য বরাদ্দ বৃদ্ধি, ডায়াগনস্টিক সেন্টারগুলোর রিপোর্টের মূল্য নির্ধারণ করে দেওয়া, চিকিৎসকদের সরকারি-ব্যক্তিগতভাবে রোগী দেখার হার নির্ধারণ করার পরামর্শ দেওয়া হয়।

দেশেই বিদেশী মানের স্বাস্থ্যসেবা প্রদানের উপযুক্ত হাসপাতাল নির্মাণ, স্বাস্থ্য বীমা চালু করা, ডায়াগনস্টিক সেন্টারগুলোকে নির্দিষ্ট পলিসির আওতায় নিয়ে আসা, স্বাস্থ্য পুলিশিং ব্যবস্থা, অ্যাম্বুলেন্স সুবিধা বাড়ানো, স্বাস্থ্যনীতি বাস্তবায়নে অবহেলা দূরীকরণ, ময়নাতদন্তের মানোন্নয়ন এবং ফরেনসিক খাতে প্রণোদনা, বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য সম্পর্কিত নন মেডিকেল ডিগ্রিধারীদের স্বাস্থ্যখাতে অন্তর্ভূক্তিকরণ, গণমাধ্যমের সঙ্গে স্বাস্থ্য বিভাগের সম্পর্ক উন্নয়ন এমন সব সুপারিশ তুলে ধরেন মতবিনিময় সভায় অংশগ্রহণকারী অংশীজনেরা।

সভায় রাজশাহীর বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়ক, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

ঢাকা/কেয়া/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়