ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গৃহবধূকে মরিচের গুঁড়া দিয়ে নির্যাতনের অভিযোগ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ২১:০২, ৭ জানুয়ারি ২০২৫
গৃহবধূকে মরিচের গুঁড়া দিয়ে নির্যাতনের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে বিরোধের জেরে এক গৃহবধূকে হাত-পা বেঁধে বিবস্ত্র করে গোপনাঙ্গে মরিচের গুঁড়া দিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার কাওরাইদ ইউনিয়নে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

নির্যাতনের ঘটনায় মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে পাঁচ জনকে অভিযুক্ত করে শ্রীপুর মডেল থানায় অভিযোগ দিয়েছেন। তিনি কাওরাইদ ইউনিয়নের জোগিরসিট গ্রামের মিনারা খাতুন (৫০), আকলিমা (৩৩), রিমা (৩০) এবং গলদাপাড়া গ্রামের নাজমিন আক্তার (৩৫) ও তাছলিমাকে (৪৫) অভিযুক্ত করেছেন। 

আরো পড়ুন:

ভুক্তভোগীর পরিবার জানায়, গৃহবধূর পরিবারের সঙ্গে অভিযুক্তদের আগে থেকে বিরোধ ছিল। সোমবার দুপুরে গৃহবধূ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় অভিযুক্তরা তাকে রাস্তা থেকে টেনে-হিঁচড়ে বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে পিটিয়ে আহত করা হয়। পরে নির্যাতিত গৃহবধূকে বিবস্ত্র করে এবং হাত-পা বেঁধে গোপনাঙ্গে শুকনো মরিচের গুঁড়া লাগিয়ে দেন অভিযুক্তরা। পরে ভুক্তভোগী নারী অজ্ঞান হয়ে যান। খবর পেয়ে স্বজনরা নির্যাতিতাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী গৃহবধূ বলেন, “আমাকে পিটিয়ে মাটিতে ফেলে দেয় তারা। শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পড়নের কাপড় খুলে হাত-পা বেঁধে গোপনাঙ্গে শুকনো মরিচের গুঁড়া দিয়ে নির্যাতন করে। পরে আমি জ্ঞান হারিয়ে ফেলি।”

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিজন মালাকার বলেন, “সোমবার দুপুরে নির্যাতিত এক গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।”  

শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়