ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাভা‌রের ৪ মৃত্যু

বাবা-মা ছে‌লে‌ ঘাটাইলে ও ‌ছে‌লে‌র খালা‌ গোপালপু‌রে সমা‌হিত

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ১০ জানুয়ারি ২০২৫   আপডেট: ১২:০২, ১০ জানুয়ারি ২০২৫
বাবা-মা ছে‌লে‌ ঘাটাইলে ও ‌ছে‌লে‌র খালা‌ গোপালপু‌রে সমা‌হিত

টাঙ্গাইলের ঘাটাইলে নিয়ে আসা সাভা‌রে নিহতদের মরদেহ

সাভা‌রে অ্যাম্বু‌লে‌ন্সে অগ্নিকাণ্ডে নিহত বাবা-মা ও ছে‌লেকে গ্রা‌মের বা‌ড়ি টাঙ্গাইলের ঘাটাইলে সামা‌জিক কবরস্থা‌নে ও নিহত ছে‌লের খালা‌কে গোপালপু‌রে দাফন করা হ‌য়ে‌ছে। 

এরআগে ভবনদত্ত সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ে চারজ‌নের জানাজা অনু‌ষ্ঠিত হয়।  

বৃহস্প‌তিবার (৯ জানুয়া‌রি) রাত সোয়া ১১টার দি‌কে ঘাটাইল উপ‌জেলার ভবনদত্ত গ্রা‌মে সামা‌জিক কবরস্থা‌নে নিহত তিনজ‌নের দাফন সম্পুন্ন হয়। 

এরআগে নিহত চারজ‌নের মর‌দেহ আনা ঢাকা থে‌কে গ্রা‌মের বা‌ড়ি‌তে আনা হয়। 

জানাজায় ঘাটাইল উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শার‌মিন ইসলাম,  উপ‌জেলা শিক্ষা কর্মকর্তাসহ এলাকার মানুষজন উপ‌স্থিত ছি‌লেন। 

নিহ‌তের চাচা‌তো ভাই হা‌বিব সি‌দ্দিকী ব‌লেন, “আইনি প্রক্রিয়া শেষ ক‌রে ঢাকা থে‌কে চারজ‌নের মর‌দেহ রা‌তে ঘাটাইলে এসেছে। প্রথ‌মে বাবা ও ছে‌লের জানাজা হ‌য়ে‌ছে। এরপর দুইবো‌নের জানাজা হয়। প‌রে সামা‌জিক কবরস্থা‌নে বাবা মা ও ছে‌লের দাফন করা হয়। আরেকজ‌নের গ্রা‌মের বা‌ড়ি যে‌হেতু গোপালপুর সে‌হেতু সেখা‌নে তার মর‌দেহ নি‌য়ে যাওয়া হ‌য়ে‌ছে।” 

প্রসঙ্গত, বুধবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার পুলিশ টাউনের সামনে দুর্ঘটনার কবলে পড়ে অ্যাম্বুলেন্স ও দুইটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজনসহ চারজন মারা যান। এরা হলেন- ঘাটাইলের ভবনদত্ত গ্রা‌মের ফারুখ হোসেন সিদ্দিকী, তার স্ত্রী মহসিনা সিদ্দিকী, ছে‌লে ফুয়াদ সিদ্দিকী (১৪) ও শ্যালিকা সীমা খন্দকার। সীমা খন্দকারের বাড়ি পার্শ্ববর্তী উপজেলা গোপালপুরে। 

ঢাকা/কাওছার/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়