ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুরি করতে দেখে ফেলায় খুন, চট্টগ্রাম থেকে আসামি গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ১০ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৫:২৩, ১০ জানুয়ারি ২০২৫
চুরি করতে দেখে ফেলায় খুন, চট্টগ্রাম থেকে আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হত্যা মামলার মূল পরিকল্পনাকারী মো. সবুজ হোসেন।

নাটোর কেন্দ্রীয় মহাশ্মশান থেকে তরুণ দাস (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলায় জড়িত মূল পরিকল্পনাকারী মো. সবুজ হোসেনকে (২৪) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার বেলা ১১টায় নাটোর বড়হরিশপুর মহাশ্মশান প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মারুফাত হুসাইন।

গ্রেপ্তার আসামি মো. সবুজ হোসেন নাটোর শহরের বড়হরিশপুর এলাকার মো. রমজান আলির ছেলে।

নিহত তরুণ দাস নাটোর শহরের আলাইপুর এলাকার মৃত কালিপদ দাসের ছেলে। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে ওই শ্মশানে রাতে থাকতেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, সবুজসহ অন্যান্য আসামি নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানে চুরি করতে এলে তরুণ দাস তখন দেখে ফেলায় তাকে হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে তপু কুমার দাস থানায় একটি এজাহার দায়ের করলে পুলিশ মামলা গ্রহণ করেন।

পরবর্তীতে পুলিশের সমন্বয়ে গঠিত একাধিক চৌকস টিম এ ঘটনার সঙ্গে জড়িত মূল পরিকল্পনাকারী মো. সবুজ হোসেনকে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেন। এছাড়াও এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর সকালে শহরের বড়হরিশপুর এলাকায় কেন্দ্রীয় মহাশ্মশানে কালী মন্দিরের স্টোর রুমের বারান্দায় তরুণ দাসের হাত, পা ও মুখ বাঁধা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে কর্মচারীরা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় নিহত তরুণ দাসের ছেলে তপু কুমার দাস এজাহার দায়ের করলে পুলিশ মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেন। নিহত তরুণ দাস দীর্ঘ ২৫ বছর ধরে ওই মহাশ্মশানে রাতে থাকতেন বলে জানা যায়।

ঢাকা/আরিফুল/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়