ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কালীগঞ্জে বাসচাপায় প্রাণ গেল পিকআপ চালকের 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ১০ জানুয়ারি ২০২৫  
কালীগঞ্জে বাসচাপায় প্রাণ গেল পিকআপ চালকের 

গাজীপুরের কালীগঞ্জে বাসচাপায় সেলিম মিয়া (৪০) নামে এক পিকআপ ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের চুয়ারিয়াখোলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন। 

আরো পড়ুন:

নিহত সেলিম মিয়া ময়মনসিংহের নান্দাইল থানার হালিউড়া এলাকার হোসেন আলীর ছেলে।

ওসি আলাউদ্দিন জানান, ‍আজ সকালে এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেট থেকে ঢাকার দিকে এবং বিপরীত দিক থেকে একটি পিকআপ ভ্যান ঘোড়াশালের দিকে যাচ্ছিল। বাসটি পিকআপ ভ্যানকে সামনে থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক সেলিম নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাস ও পিকআপটি জব্দ এবং মরদেহ থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়