ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লার আ. লীগ নেতা কবিরুল কারাগারে 

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ১৭ জানুয়ারি ২০২৫  
কুমিল্লার আ. লীগ নেতা কবিরুল কারাগারে 

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদারকে শুক্রবার বিকেলে কারাগারে নিয়ে যাওয়া হয়

কুমিল্লার আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদারকে কারাগারে পাঠানো হয়েছে। 

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি আদালত ৬-এর বিচারক তামান্না ইয়াছমিনের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়। 

আরো পড়ুন:

এর আগে, আজ ভোরে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোগলটুলী এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে কবিরুল ইসলাম শিকদারকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

গ্রেপ্তারকৃত কবিরুল ইসলাম শিকদার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, কবিরুল ইসলাম শিকদারের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মইনুল ইসলাম বলেন, “আজ বিকেল ৩টার দিকে কবিরুল ইসলাম শিকদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

ঢাকা/রুবেল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়