ঢাকা     বৃহস্পতিবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ৩০ ১৪৩১

নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত, সম্পাদক ফশিয়ার

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ১৮ জানুয়ারি ২০২৫  
নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত, সম্পাদক ফশিয়ার

সভাপতি মোহাম্মদ তেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান

নড়াইল পৌর বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ তেলায়েত হোসেন এবং সাধারণ সম্পাদক পদে খন্দকার ফশিয়ার রহমান নির্বাচিত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল ৪টা পর্যন্ত।

নড়াইল পৌর বিএনপি নিবার্চনে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৬ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন নির্বাচনে অংশ নেয়। নড়াইল পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট কাউন্সিলর (ভোটার সংখ্যা) ছিল ৬৩৯ জন। ৬২৫ জন ভোটার ভোট দিয়েছেন। বিগত এক যুগেরও বেশি সময় এমন উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী আমেজ চোখে পড়েনি বলে মনে করেন বিএনপির নেতাকর্মীরা।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির প্রধান গোলাম মোহাম্মদ, সদস্য এস এম আব্দুল হক ও সদস্য তারিকুজ্জামান লিটু নিবার্চনের ফলাফল ঘোষণা করেন।

আরো পড়ুন:

সভাপতি পদে মোহাম্মদ তেলায়েত হোসেন ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম মোহাম্মদ আলী হাসান ২১২ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে খন্দকার ফশিয়ার রহমান ২৬৭ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম ফরিদ হোসেন বিশ্বাস ২৪৪ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে এবাদত ২৪৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম আরমান আলী খান ২১৯ ভোট পেয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান গোলাম মোহাম্মদ বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।

ঢাকা/শরিফুল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়