ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম ওয়াসার ২ কর্মচারীকে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৩, ২০ জানুয়ারি ২০২৫   আপডেট: ২১:৩৭, ২০ জানুয়ারি ২০২৫
চট্টগ্রাম ওয়াসার ২ কর্মচারীকে পুলিশে সোপর্দ

গ্রাহকদের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকার বিল আদায়ের পর আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম ওয়াসার দুই কর্মচারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে ওয়াসার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের আটক করে নগরীর চকবাজার থানা পুলিশের কাছে সোপর্দ করেন। 

আরো পড়ুন:

চট্টগ্রাম ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক কাজী শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটক কর্মচারীরা হলেন- ওয়াসার ডাটা এন্ট্রি অপারেটর আজমীর হোসেন ও মিঠুন দাশ।

ওয়াসা সূত্র জানায়, গ্রাহকদের কাছ থেকে আদায়কৃত বিলের ২৫ লাখ টাকা দুই কর্মচারী পরিকল্পিতভাবে আত্মসাত করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ধরা পড়ে। আজ এই দুই কর্মচারীকে আটক করা হয়। পরে তাদের চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক কাজী শহিদুল ইসলাম বলেন, ‍“দাপ্তরিক তদন্তে দুই কর্মচারী কর্তৃক ২৪ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের তথ্য পাওয়া গেছে। এই দুই কর্মচারী ২০১৯ সাল থেকে নিয়মিতভাবে গ্রাহকদের বিলের টাকা চুরি করে আসছিলেন। তারা গ্রাহকদের কাছ থেকে বিলের টাকা আদায় করে ওয়াসার কম্পিউটার সিস্টেমে জমা দেখালেও, প্রকৃতপক্ষে সেই অর্থ ওয়াসার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি। প্রাথমিক তদন্তে প্রায় ২৫ লাখ টাকার অনিয়ম শনাক্ত হয়েছে।”

চকবাজার থানা ওসি ওসি জাহেদুল কবীর জানান, দুই কর্মচারীকে আটক করে থানায় হস্তান্তর করেছে ওয়াসা কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়