ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিখোঁজ শিক্ষকের মরদেহ মিলল পুকুরে

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ২১ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৭:৫৭, ২১ জানুয়ারি ২০২৫
নিখোঁজ শিক্ষকের মরদেহ মিলল পুকুরে

আবু বক্কর ছিদ্দিক ওরফে ছিদ্দিক উল্যাহ মাস্টার

নোয়াখালীর চাটখিল উপজেলার একটি পুকুর থেকে সাবেক এক মাদারাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে, তাৎক্ষণিকভাবে পুলিশ ওই শিক্ষকের মৃত্যুর কোনো কারণ জানাতে পারেনি।  

মঙ্গলবার (২১জানুয়ারি) উপজেলার চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর এলাকার গৌতম লৌদের বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার হয় বলে জানান চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী।  

আরো পড়ুন:

মারা যাওয়া আবু বক্কর ছিদ্দিক ওরফে ছিদ্দিক উল্যাহ মাস্টার (৮০) চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের মৃত মুন্সি আব্দুর রহমানের ছেলে। তিনি স্থানীয় আলীয়া মাদারাসার সাবেক শিক্ষক ছিলেন।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছিদ্দিক মাস্টার গত ১৭ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে চাটখিল বাজারে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ১৯ জানুয়ারি বিকেলে চাটখিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আজ পৌরসভার সুন্দরপুর এলাকার গৌতম লদের বাড়ির পুকুরে কিছু মানুষ জাল দিয়ে মাছ ধরতে যান। তখন তারা ছিদ্দিক মাস্টারের মরদেহ পুকুরে ভাসতে দেখেন। তাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।  

ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “নিহতের বাম চোখের ওপরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। কিসের আঘাত এই বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/সুজন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়