নৈতিক শিক্ষা দিলে শিক্ষার্থীরা দেশের সম্পদ হবে: আরএমপি কমিশনার
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

শাহীন স্কুল রাজশাহী শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান
শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
তিনি বলেছেন, “শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিতে হবে। এর ফলে তারা আদর্শবান নাগরিক হিসেবে সমাজের সম্পদ হিসাবে গড়ে উঠবে। তারা দেশ ও জাতি গঠনে অবদান রাখতে পারবে।”
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে রাজশাহী নগরের তেরখাদিয়ায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে শাহীন স্কুল রাজশাহী শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ক্রীড়া প্রতিযোগীতা উদ্বোধন করেন।
আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, “শিক্ষার পাশাপাশি শিশুদের শারীরিক ও সামাজিক বিকাশের জন্য খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। কোমলমতি শিশুদের দেশ ও পরিবারের সম্পদ হিসেবে গড়ে তুলতে এখন থেকে উদ্যোগ নিতে হবে।”
শাহীন শিক্ষা পরিবারে চেয়ারম্যান মুহাম্মদ মাছুুদুল আমীন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সাংবাদিক শ.ম সাজু। অনুষ্ঠানে শাহীন স্কুলের পরিচালক শাহেদ হাসান, হাবিবুর রহমান এবং আব্দুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন। বার্ষিক এই ক্রীড়া প্রতিয়োগিতায় নার্সারি গ্রুপ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মোট চারটি গ্রুপে ৬৮টি খেলায় অংশ নেন তারা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে র্যাফেল ড্র বিজয়ী অভিভাবকদের ৩২ ইঞ্চি এলইডি টিভিসহ নানা উপহার দেওয়া হয়।
ঢাকা/কেয়া/মাসুদ