ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শায়েস্তাগঞ্জে ইউএনও’র নম্বর হ্যাক করে টাকা দাবি

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ২৭ জানুয়ারি ২০২৫  
শায়েস্তাগঞ্জে ইউএনও’র নম্বর হ্যাক করে টাকা দাবি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাসের সরকারি মোবাইল ফোনের নম্বর হ্যাক করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন লোকের কাছে টাকা চাওয়া হয়েছে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়।

সোমবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় অজ্ঞাতনামা প্রতারক হোয়াটসঅ্যাপে বিভিন্ন লোককে ০১৮৭১৬৩০০৬৩ বিকাশ নম্বর দিয়ে ম্যাসেজের মাধ্যমে টাকা চাইছিল। এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি জানতে পারেন। 

আরো পড়ুন:

পরে ইউএনও পল্লব হোম দাস তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ০১৭৩০৩৩১১৩৮ নম্বরটি পুনরুদ্ধার করেন। নিরাপত্তার স্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। এ ব্যাপারে বিভ্রান্তি না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ঢাকা/মামুন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়