ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামায়াত-বিএনপির মধ্যে কোনো সংঘাত নেই: দুদু

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৪, ২৮ জানুয়ারি ২০২৫   আপডেট: ২২:০১, ২৮ জানুয়ারি ২০২৫
জামায়াত-বিএনপির মধ্যে কোনো সংঘাত নেই: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “জামায়াত-বিএনপির মধ্যে কোনো সংঘাত নেই। সব রাজনৈতিক দল চায়, সংস্কার শেষে দ্রুত নির্বাচন। অতিরিক্ত সময় ব্যয় হোক এটা কেউ চায় না।”

মঙ্গলবার (২৮ জানুয়ারি) নীলফামারী শহরের স্কাইভিউ রেস্টুরেন্টে নীলফামারী জেলা বিএনপির সাংগঠনিক সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

আরো পড়ুন:

শামসুজ্জামান দুদু বলেন, “১৭ বছর আন্দোলনে দেশ জঞ্জাল মুক্ত হয়েছে। এখন সঠিক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের ভোটের সরকার নির্বাচিত হবে।” 

নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকারের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল হক, সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল হক। এসময় জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

ঢাকা/সিথুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়