ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্ব ইজতেমায় মুসল্লির মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ৩১ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৫:৩৮, ৩১ জানুয়ারি ২০২৫
বিশ্ব ইজতেমায় মুসল্লির মৃত্যু 

মুসল্লিদের পদচারণায় মুখর ইজতেমা মাঠ। আজ শুক্রবার সকালে টঙ্গীর তুরাগতীর থেকে তোলা ছবি

টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা আব্দুল কুদ্দুস গাজী (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে তিনি মারা যান। জুমার নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন:

বিশ্ব ইজতেমার শুরায়ি নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া আব্দুল কুদ্দুস গাজী খুলনা জেলার ডুমুরিয়া বাজার গ্রামের লোকমান হোসেন গাজীর ছেলে। 

হাবিবুল্লাহ রায়হান বলেন, ‍“আজ সকাল ১০টা ৫০ মিনিটে তার (আব্দুল কদ্দুস গাজী) মৃত্যু হয়। ইজতেমা ময়দানে জুমার নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত ইজতেমায় একজন মুসল্লি মারা গেছেন। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।” 

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়