ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা জয়নাল গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ২ ফেব্রুয়ারি ২০২৫  
চাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা জয়নাল গ্রেপ্তার

নাশকতায় জড়িত থাকায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এস এম জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় চিত্রলেখার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শহরের চিত্রলেখার মোড়ে বেকারি ব্যবসা করতেন।

থানা পুলিশ জানায়, স্বেচ্ছাসেবক লীগের সাবেক এই নেতার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের সময়ে নাশকতায় জড়িত থাকার তথ্য পাওয়া যায়। যে কারণে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, “নাশকতার মামলায় সুনির্দিষ্ট অভিযোগের এজাহার নামীয় আসামি হওয়ায় জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দ্রুত আদালতে পাঠানো হবে।”

ঢাকা/অমরেশ/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়