দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

চট্টগ্রামের সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জ জেলা সদরের সৈয়দপুর এলাকার মৃত কালা মিয়ার ছেলে আনোয়ার হোসেন ও একই এলাকার বাসিন্দা রহিমা বেগম।
বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মমিন বলেন, ‘‘সকালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা ছয় যাত্রীর মধ্যে ২ জন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’’
ঢাকা/রেজাউল/রাজীব