চাকরি স্থায়ীকরণের দাবি
দ্বিতীয় দিনের মতো অনশনে মিল্ক ভিটার শ্রমিকরা
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের (মিল্ক ভিটা) সিরাজগঞ্জের বাঘাবাড়ি শ্রমিকরা চাকরি স্থায়ীর দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে মিল্ক ভিটার মূল ফটকের সামনে অবস্থান নেন তারা। এর আগে, গতকাল মিল্ক ভিটার দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করা শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের দাবিতে অনশন শুরু করেন।
শ্রমিকরা জানান, দুই যুগের বেশি সময় ধরে দিনমজুর হিসেবে কাজ করলেও চাকরি স্থায়ী হয়নি তাদের। উল্টো বাইরে থেকে লোক এনে কিছুদিন পরেই তাদের স্থায়ী করা হয়েছে। এমনকি বাবা-মা মারা গেলেও মেলে না ছুটি, না আসলে কাটা যায় সেদিনের মজুরি।
আন্দোলনরত শ্রমিকদের প্রধান সমন্বয়ক ওয়াছিউল বারী বলেন, ‘‘গত বছরের আগস্ট মাসে চাকরি স্থায়ীকরণের জন্য কর্তৃপক্ষ ৯ দিন সময় নিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। পাশাপাশি ঈদে বা অসুস্থ হলেও ছুটি দেওয়া হয় না। না আসলে কাটা হয় মজুরি। দাবি আদায় না হলে আগামীতে মিল্ক ভিটা শাটডাউন করে দেওয়া হবে।’’
বাঘাবাড়ি মিল্ক ভিটার অতিরিক্ত মহাব্যবস্থাপক ড. সাইদুল ইসলাম বলেন, ‘‘শ্রমিকদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অতিদ্রুত এ বিষয়ে সমাধানের চেষ্টা চলছে।’’
ঢাকা/রাসেল/রাজীব