লিফলেট বিতরণে বাধা দেওয়ায় আ.লীগের হামলা, গ্রেপ্তার ২
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

নড়াইলের লোহাগড়ায় লিফলেট বিতরণে বাধা দেওয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক এসকে মিন্টুসহ পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে পৌরসভার চোরখালী এলাকায় হামলাটি হয়।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আহত মিন্টুর চাচা আবুল কালাম আজাদ ২৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এসকে মিন্টু বলেন, “গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জানতে পারি, চোরখালী এলাকায় আনিস মোল্যার চায়ের দোকানে আওয়ামী লীগের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করছে। বিএনপির কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে আনিসের দোকানে গিয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করি। শান্ত এলাকাকে অশান্ত না করারও আহ্বান জানাই।”
তিনি আরো বলেন, “এসময় আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সঙ্গে আমাদের কর্মী সমর্থকদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে চোরখালী গ্রামের আওয়ামী লীগ কর্মী মনিরুজ্জামান মনির নেতৃত্বে আক্কাস ফকির, ইদ্রিস সরদার, রবিউল মল্লিক, ইব্রাহিম মোল্যা, আনিস মোল্যা ঝন্টু ফকিরসহ ২০-২৫ জন হাতুড়ি, লোহার রড, রামদা ও লাঠি নিয়ে হামলা চালায়। এতে আমিসহ ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ঝন্টু মিয়া, বিএনপি কর্মী হাফিজুর রহমান, বাবলু শেখ ও সমর্থক দোলেনা বেগম আহত হন।”
লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বলেন, “হামলার ঘটনায় চোরখালী গ্রামের আবুল কালাম আজাদ বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখসহ নাম না জানা আসামি করে বুধবার দুপুরে থানায় মামলা করেছেন। পুলিশ এজাহারভুক্ত আসামি আক্কাস ফকির ও ঝন্টু ফকিরকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
ঢাকা/শরিফুল/মাসুদ