ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মির্জা আজম ও অভিনেত্রী শাওনের বাবার বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ 

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ৭ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৫:৪৯, ৭ ফেব্রুয়ারি ২০২৫
মির্জা আজম ও অভিনেত্রী শাওনের বাবার বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ 

অভিনেত্রী মেহের আফরোজা শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর বাড়িতে আগুন

জামালপুর শহরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক বস্ত্র পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের বাড়িতে ভেকু দিয়ে ভাঙচুরসহ অগ্নিসংযোগ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের বকুলতলা এলাকায় দুই তলা এই বাড়িতে ভেকু দিয়ে এই ভাঙচুর চালানো হয়। পরে অগ্নিসংযোগও করা হয়। 

অন্যদিকে বিকেলে জামালপুরের নরুন্দি এলাকায় অভিনেত্রী মেহের আফরোজা শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। 

অগ্নিসংযোগকারীরা জানান, মির্জা আজমের এ বাড়ি বিগত আওয়ামী সরকারের সময়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সরকারি অর্থ লুট ও চাকরি বাণিজ্যের আখড়া ছিল। এখান থেকে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, “শেখ হাসিনা গতকাল ভারতের মদদে সন্ত্রাসীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এতে সাধারণ জনগণ বিক্ষুব্ধ হয়ে আওয়ামী সন্ত্রাসীদের বাড়িতে অগ্নিসংযোগ করে। আমরা জামালপুরের পরিবেশ শান্ত রাখতে আগুন নেভাতে সহায়তা করি ও ফায়ার সার্ভিসকে খবর দেই।”

এ বিষয়ে জানতে সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিককে ফোনে পাওয়া যায়নি।

ঢাকা/শোভন/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়